জাতীয় ক্রিকেটারদের পর এবার করোনা সংকটে অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন জাতীয় দলের দুই ফুটবলার আরিফুর রহমান এবং বিপলু রহমান।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে বাসায় থাকার ঘোষণা দিয়েছে সরকার। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে সমাজের নানা প্রান্ত থেকে অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। সেই তালিকায় এবার যোগ দিলেন বাংলাদেশ দলের এই দুই ফরোয়ার্ড।
প্রায় ৫০ জন মানুষকে চাল, ডাল, আলু, তেল ভর্তি একটি করে প্যাকেট দিয়েছেন আরিফুর রহমান। এ প্রসঙ্গে আরিফুর রহমান বলেন, অসহায় লোকদের অবস্থা দেখে নিজেই সাহায্যের জন্য এগিয়ে এসেছি। নিজের সীমিত সামর্থ্যের মাধ্যমে যতটুকু পেরেছি করেছি। আমার মতো যারা সামর্থ্যবান আছেন, তারা যদি দরিদ্র লোকদের সেবায় আসেন তাহলে সবার জন্যই ভালো হবে।
এর আগে জাতীয় দলের আরেক ফরোয়ার্ড বিপলু আহমেদ নিজ শহর সিলেটে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে এসেছেন। চাল, ডাল, আলু, তেলসহ নানান কিছু নিয়ে একটি করে প্যাকেট অসহায়দের হাতে তুলে দিয়েছেন।
বিপলু রহমান বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে। যারা দিন আনে দিন খায় তারা বেশি বিপাকে আছে। ইচ্ছে করলেও তাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। এই সব দিক থেকে আমি সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি করছি। আমার মতো যারা সামর্থব্যান, আশা করছি সবাই দরিদ্র মানুষদের জন্য এগিয়ে আসবেন। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে ভালোই হবে।
আনন্দবাজার/ টি এস পি




