ঢাকা | বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংকটে ৮ কোটি অর্থ সহায়তা দিচ্ছেন জোলি

করোনা সংকট মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হলিউডের অস্কারজয়ী অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি। ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি তিনি। এক বিবৃতিতে তার এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

অস্কারজয়ী এই অভিনয়শিল্পী বলেন, টুম্ব রাইডারখ্যাত এই তারকা করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওদের একটা বড় অংশ স্কুলে যায় কেবল খাওয়ার লোভে। বিশ্বের কথা বাদই দিলাম। কেবল যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল।

অ্যাঞ্জেলিনা জোলি যে শিশুদের কথা উল্লেখ করেছেন তাদের খাওয়া এখন অনিশ্চিত। তিনি যে অর্থ দান করবেন তা এই শিশুদের খাবারের উদ্দেশ্যে ব্যয় করা হবে।দান করায় বেশ নামডাক আছে এই অভিনেত্রীর। মানবতার কল্যাণে, বিশেষ করে শরণার্থী ও যৌন নির্যাতিত নারীদের জন্য এর আগে বহুবার অর্থ দিয়েছেন, তহবিল সংগ্রহ করেছেন ৪৪ বছর বয়সী জোলি।
আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন