ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্টস বন্ধ রাখার অনুরোধ : বিজিএমইএ

সরকারের সাধারণ ছুটির মধ্যে দেশের তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার (২৬ মার্চ) পোশাক মালিকদের প্রতি এই অনুরোধ জানান সংগঠনটি।

বিজিএমইএ’র সভাপতির লেখা চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সবাইকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষা এবং সু-স্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়া জরুরি বলেও অভিমত ব্যক্ত করেছেন রুবানা হক।

এসময় বলা হয় কোন মালিক চাইলে শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কারখানা চালু রাখতে পারবেন। এ ক্ষেত্রে শ্রমিকদের সব দায়িত্ব মালিককে নিতে হবে।

এর আগে গত শনিবার (২১ মার্চ), করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পোশাক শ্রমিকদের রক্ষা করতে পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে শ্রমিকদের বেতনসহ ছুটি দিতে সরকার ও পোশাক শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এদিকে সাময়িকভাবে কারখানা বন্ধের পাশাপাশি পোশাক শ্রমিকদের চলতি মাসের মজুরি, যাতায়াত ভাতাসহ অন্যান্য নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন