ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্যানিটাইজার বিপণন শুরু করল কেরু অ্যান্ড কোম্পানি

করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গার দর্শনায় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিপণন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রতিদিন প্রায় ৫ হাজার লিটার পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করা হচ্ছে প্রতিষ্ঠানটিতে। প্রতি ১০০ এমএল বোতলের পাইকারী ও খুচরা মূল্য রাখা হচ্ছে ৫০ টাকা করে। আর ১৮০ এমএল বোতলের পাইকারী ও খুচরা মূল্য রাখা হচ্ছে ৯০ টাকা করে।

অন্যান্য হ্যান্ড স্যানিটাইজারের তুলনায় অনেক উন্নত ও কার্যকর হওয়ায় কেরুর উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার কিনতে তৎপর হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠানগুলো। প্রাথমিক ভাবে শুধু সরকারি দপ্তরগুলোতে এ হ্যান্ড স্যানিটাইজার পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী।

জাহেদ আলী আনছারী বলেন, প্রথম দিন উৎপাদিত ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিএসএফআইসির মাধ্যমে বিপণন করার বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেওয়ায় পুরোটাই ঢাকায় পাঠানো হয়। প্রথম পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে এ হ্যান্ড স্যানিটাইজার পাঠানো হচ্ছে। পরবর্তীতে উৎপাদন বাড়িয়ে তা বাজারজাত করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন