প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ১৮ হাজারের বেশি মানুষ। করোনার নতুন কেন্দ্রস্থল হতে পারে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় দেশটি করোনাভাইরাসের নতুন কেন্দ্রস্থল হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মাঝে করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৮০৮ জন, আর প্রাণ গেছে ৭৭৫ জনের।
গত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন করে মারা গেছেন ৭শ’ ৪৩ জন। স্পেনে মৃতের সংখ্যা ৬৮০ এবং ইরানে ১২২ জনের মৃত্যু হয়েছে। এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে আগামী ২১ দিন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে, যা আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে।
আনন্দবাজার/শাহী