ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব পুঁজিবাজারে দোলাচল

বিশ্ব পুঁজিবাজারে চলছে দোলাচল। আজ সর্বোচ্চ পতনের রেকর্ড হচ্ছে তো, কাল সর্বোচ্চ উত্থানের রেকর্ডে। এমনই এক উত্থানের রেকর্ড দেখা গেছে কাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির বাজারের অন্যতম প্রধান সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ইনডেক্স সূচক বেড়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ, যা ১৯৩৩ সালের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড।

কোরানাভাইরাসের অর্থনৈতিক প্রভাব সামলাতে ট্রাম্প প্রশাসন ঘোষণা করতে যাচ্ছে বড় ধরনের যে প্রণোদনা প্যাকেজ, সেটি নিয়ে অগ্রগতির খবরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হলে বাজারে তার বড় প্রভাব পড়ে। সিএনএন, রয়টার্স ও ওয়ালস্ট্রিট জার্নাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার বেশিরভাগ বাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে একাধিকবার পতনের রেকর্ড হয়েছিল।

গতকাল (২৪ মার্চ) ভারতের পুঁজিবাজারও তুলনামূলক উর্ধমুখী ছিল। আগের দিনের বড় পতনের ধাক্কা সামলে মঙ্গলবার বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে এ বাজার।

করোনাভাইরাসের আতঙ্ককে ঘিরে বাজারে এ বড় দরপতন হচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক ধাক্কা সামলে উঠতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারের নেওয়া পদক্ষেপে নতুন আশা জন্ম নিলে তার প্রভাবে ফের ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব পুঁজিবাজার।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন