করোনার বিস্তার ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলেও ব্যাংকে লেনদেন হবে। তবে এই লেনদেন প্রতক্রিয়া সংক্ষিপ্ত করা হয়েছে। এ সময় ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। কিন্তু লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অর্থাৎ গ্রাহকরা ব্যাংক লেনদেন করতে পারবে ২ ঘণ্টা।
এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি জানান, নতুন সময়সূচি কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।
আনন্দবাজার/রনি