ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষায় জানা যাবে শরীরে অ্যান্টিবডি আছে কি-না

করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি শরীরে আছে কি-না, কেউ নিজের অজান্তেই এই ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না, তা রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাবে। নিউইয়র্কের মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা রক্তে অ্যান্টিবডি শনাক্তের এই নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করতে পারবেন।

গবেষকরা অনুযায়ী, অপেক্ষাকৃত দামে সস্তা, নির্ভরযোগ্য ও দ্রুতগতিতে কাজ করতে সক্ষম এই সেরোলজিক টেস্ট বিভিন্ন ধরনের কাজ করবে।
অধিকাংশ সময় ব্যক্তি বুঝতে পারেন না তিনি করোনায় আক্রান্ত কি-না। তবে এই সেরোলজিক পরীক্ষায় কোনো ব্যক্তি জানুক বা না জানুক, তিনি আগে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি-না, বা তার শরীরে এর অ্যান্টিবডি আছে কি-না, তা জানতে পারবে।

বিজ্ঞানীরা বলছেন, রক্ত পরীক্ষায় যাদের শরীরে অ্যান্টিবডি ধরা পড়বে তাদের এই ভাইরাসে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম। ফলে যাদের শরীরে অ্যান্টিবডি ধরা পড়বে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন, কর্মস্থলেও যেতে পারবেন। তবে ড. ক্রামার ও তার টিম জানেন না প্রথমে কত ব্যাপকভাবে এই পরীক্ষা করাবেন। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে তাদের ক্লিনিকে এই টেস্ট শুরু হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন