ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ ছুটিতেও খোলা থাকবে ব্যাংক

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে খোলা থাকবে ব্যাংক। তবে ব্যাংক খোলা থাকলেও কমতে পারে লেনদেনের সময়সূচি। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ব্যাংক ছুটির বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেনের সময়সূচি কমানো হবে। মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই বিষয়ক নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করাতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবিরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন