ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ পয়েন্টে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট ঠেকেছে এক হাজার ৩২৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৩০ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি ৪৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৮৩ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে শেষ হয়েছে লেনদেন। সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৭২ পয়েন্টে। আজ সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লাখ টাকার।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন