ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা সাড়ে ১১ টায় ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১১৮ কোটি ৬৮ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৯ পয়েন্টে। অন্যান্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৩ পয়েন্টে।

আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

অন্যদিকে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকার।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন