ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল

নভেল করোনার প্রকোপে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল স্বেচ্ছায় সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২২ মার্চ) অ্যাঞ্জেলা মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইব্রেট এক সংবাদ সম্মেলনে জানান, চলতি মাসের শুক্রবার (২০ মার্চ) মার্কেলকে ডাক্তারের দেওয়া একটি ভ্যাকসিনের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের পরীক্ষায় পজেটিভ আসার ফলে অতিদ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সেইব্রেট আরও জানান, তার উপর পরবর্তী সময়ে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য আরও পরীক্ষা করা হবে। কারণ এই মুহূর্তে প্রাথমিক স্টেজের ফলাফলের উপর ভরসা রাখা যাচ্ছে না।

উল্লেখ্য, সঙ্গরোধে থেকেই মার্কেল তার সকল কাজ চালিয়ে যাবেন বলে জানান সেইব্রেট।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন