প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে বারং বার ভাল করে হাত ধুতে হবে, লাগাতার প্রচার চলছে সারাবিশ্ব জুড়ে। তার প্রভাব পড়েছে পশু পাখিদের উপরেও। সম্প্রতি এমন কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আপনাকেও হাত ধুতে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহী করতে পারে।
সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। সেখানকারই একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক জায়গায় তিনটি ওরাংওটাং ও তিন জন বনকর্মী রয়েছে। আর সেখানে একটি ছোট্ট জলার অংশে বারং বার হাত ধুচ্ছে ওরাংওটাংটি।
ভিডিওটি ‘ওরাংওটাং জঙ্গল স্কুল’ নামে একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সেটি পোস্ট করা হয়েছে। করোনা সচেতনতায় এই ভিডিও পোস্ট করা হয়েছে বলে জানানো হয়।
একই পেজে আর একটি ভিডিও পোস্ট করেছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান। মিরক্যাটের মতো একটি প্রাণীর ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যায়, একটি প্লাস্টিকের গামলায় বেশ কয়েক সেকেন্ড ধরে হাত ধুচ্ছে প্রাণীটি। পরভিনও পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ ‘করোনাভাইরাস’ জুড়ে আপলোড দিয়েছেন। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট।
আনন্দবাজার/শাহী