হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন। লন্ডনে মেয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন গুণী এই শিল্পী।
এদিকে হোম কোয়ারেন্টাইনে থেকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে ফেসবুকে একটি পোস্ট করেছেন রুনা লায়লা।
পোস্টে রুনা লায়লা লিখেছেন, করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন একটা সংকটময় পরিস্থিতি পার করছে। আমাদের সবাইকে এই ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করতে হবে। একে প্রতিরোধের সব পদক্ষেপ নিতে হবে। শুধু নিজেকে নয়, চারপাশের সবাইকে বিষয়টি সম্পর্ক সচেতন করতে হবে। ঘরে এবং বাইরে আমাদের সবাইকে সরকারের নির্দেশনা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সব নিয়মকানুন মেনে চলতে হবে।
তিনি আরও লিখেছেন, যুক্তরাজ্য থেকে ফিরে আমার নিজের শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও আমি স্বেচ্ছায় আমার পরিবার আর গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছে। সবাই একবার ভাবুন। সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
আনন্দবাজার/ডব্লিউ এস