সম্প্রতি মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দু’জনই পুরুষ ছিলেন।
এস্টোরিয়া এলাকার বাসিন্দা ছিলেন একজন। তার বয়স ছিল ষাটোর্ধ্ব। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে মারা যান তিনি। মৃত্যুর আগে হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপরজনও কুইন্সের বাসিন্দা। তার বয়স ছিল ষাটের নিচে। তিনিও নান জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটেও এক বাংলাদেশি নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। যদিও তার সম্পর্কে আর কোনো বিস্তারিত জানা যায়নি। এদিকে নিউইয়র্কে একই পরিবারের চারজন (স্বামী, তার স্ত্রী ও দুই ছেলে) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন বলে জানা গেছে।
জানা গেছে, দেশের কুইন্সের বাঙালি অধ্যুষিত উডসাইডে একটি পরিবারের চারজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছে তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কারণে।
আনন্দবাজার/শাহী
