নভেল করোনার আতংকে দেশবাসী যখন দিশেহারা, ঠিক তখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হয়ে উঠেছে লাগামছাড়া। নিত্যপণ্যের বাজারগুলোতে বেড়েই চলেছে প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম।
জানা যায়, নেত্রকোনা শহরের মেছুয়া বাজারের পুরনো কিছু ব্যাবসায়ী সিন্ডিকেট তৈরি করে দুই তিন দিনেই পেয়াজের দাম ৪০ থেকে ৭০-৮০ টাকায় নিয়ে গেছে। আলু রসুনসহ বিভিন্ন জিনিসের দাম বাড়ন্ত। একইসাথে চিনিতে কেজি প্রতি পাঁচ টাকা দশ টাকা করে বেড়ে গেছে।
একই চিত্র দেখা যায় জেলার মদন, মোহনগঞ্জ, দুর্গাপুর, বারহাট্টা, কেন্দুয়া, পুর্বধলা, আটপাড়া সহ সব উপজেলার গ্রামের বাজারগুলোতেও।
এই পরিস্থিতি নিয়ে কথা বললে নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ জানান, আগামী রবিবার থেকে প্রশাসনকে জানাবো মোবাইল কোর্ট করতে। এছাড়া এখন আর কিছুই করার নেই।
এদিকে, টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পেয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেশি নেয়ায় ৪ অসাধু ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক।
টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারন করেছে। ইতোমধ্যে আমাদের দেশেও অনেকে আক্রান্ত হয়েছে। প্রবাসীদের কঠোরভাবে হোম করোন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় তিনি আরো জানান, বাংলাদেশে যথেষ্ট পরিমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ রয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আনন্দবাজার/শাহী