ইরানে মরণঘাতী করোনাভাইরাসে প্রতি দশ মিনিটে একজন মারা যাচ্ছে। নতুন করে আক্রান্ত হচ্ছেন আরো ৫০ জন। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মিরর জানায়, ইরানে প্রতি ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন একজন।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) টুইটারে কিয়ানুশ জাহানপুর লিখেছেন, আমাদের হাতে আসা তথ্য দেখে বলতে পারি, ইরানে করোনায় আক্রান্ত হয়ে প্রতি ১০ মিনিটে একজন মারা যাচ্ছেন এবং প্রতি ঘণ্টায় নতুন করে আক্রান্ত হচ্ছেন অন্তত ৫০ জন।
এদিকে যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনের তথ্যমতে, তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আশঙ্কা করা হয়েছে ইরানে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়াতে পারে।
উল্লেখ্য, সরকারিভাবে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক হাজার ২৮৪ জানানো হলেও বিশেষজ্ঞদের ধারণা মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত ইরানে মোট আক্রান্তের সংখ্যা ১8 হাজার ৪০৭ জন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি।
আনন্দবাজার/শাহী