ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : ইরানে ৩৫ লাখ মানুষ প্রাণ হারাতে পারে

সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের পরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। তবে এরপরের অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে করোনাভাইরাসে গেল কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৬ হাজারেরও বেশি।

এরমধ্যে মঙ্গলবার করোনা নিয়ে এক ভীতিকর তথ্য দিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও চিকিৎসক আফরুজ এসলামি। তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা উল্লেখ করে তিনি জানান, অতি দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে ইরানের ৩৫ লাখ মানুষের মৃত্যু হবে।

এ সময় করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমাদের জনগণ এখনই সহযোগিতা করা শুরু করলে ১ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত ও ১২ হাজার প্রাণহানিতেই এ মহামারি শেষ হতে পারে। তবে মানুষজন যদি নির্দেশনা না মানে তাহলে ইরানে অন্তত ৪০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে ৩৫ লাখ মানুষ প্রাণ হারাতে পারে।

গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন আরও ১৩৫ জন। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা  ১৬ হাজার ১৬৯ দাঁড়িয়েছে, আর মোট মৃতের সংখ্যা ৯৮৮ দাঁড়িয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন