বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও ১৩৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৮ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জানা যায়, ইরানে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯ জন। গত একদিনে নতুন করে ইরানে আরও ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮৯ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাউশ জাহানপুর সংবাদ সম্মেলনে জানান, দেশের ৫৬টি ল্যাবরেটরিতে করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আনন্দবাজার/এম.কে