আজ ১৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে অনেকেই শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানিয়েছেন। দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে বঙ্গবন্ধুকেই বুঝেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার কাছে জানতে চাইলে শাকিব খান জানান, জাতির জনককে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। বাংলাদেশের জন্য তার অবদান অনেক। তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার বঙ্গবন্ধুর তুলনা নেই।
তিনি আরও বলেন, তিনি আমাদের এফডিসি প্রতিষ্ঠা করেছেন। তার কাছে জাতির অনেক ঋণ রয়েছে যা কোন দিনও পূরণ করা সম্ভব নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির জনক মানুষের হৃদয়ে ছড়িয়ে থাকবে।
আনন্দবাজার/ এইচ এস কে