মরণঘাতী করোনাভাইরাস ইরানে মহামারী আকার ধারণ করায় ৮৫ হাজার বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রাজনৈতিক বন্দিও রয়েছেন। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার এ তথ্য জানান।
গোলাম হোসেন ইসমাইলি বলেন, এর মধ্যে প্রায় ৫০ শতাংশ নিরাপত্তা বিষয়ক বন্দি রয়েছেন, এ ছাড়াও কারাগারে ভাইরাসটি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে ১০ মার্চ ইরানে নিযুক্ত মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জেলে বন্দি থাকা রাজনৈতিক বন্দিদের সাময়িক মুক্তি দেয়ার আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই ভাইরাসটিতে ১ লাখ ৬৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬১০ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস