ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রভাবে বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতন

করোনা ভাইরাসের মহামারি ঘোষণার পর থেকেই বিশ্ব পুঁজিবাজারে দরপতনের মাত্রা আরো বেড়েছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে গেছে এবার। যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি সূচক প্রায় ১০ ভাগ কমেছে। এটি বিগত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এই ধারাবাহিকতায় শুক্রবারও দরপতন এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার সব পুঁজিবাজারে।

এই অর্থনৈতিক মন্দা ঠেকাতে বিভিন্ন পরিকল্পনা এবং পদক্ষেপ নিচ্ছে সব দেশসহ দাতা সংস্থারা। কিন্তু বিনিয়োগকারীরা এতে সন্তুষ্ট হতে পারছে না। যার ফলে একের পর এক বড় দরপতন হচ্ছে বিশ্ব পুঁজিবাজারে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও ধস নামে।  মার্কিন এস এন্ড পি সূচক ৫০০ সূচক কমে সাড়ে নয় ভাগে নেমে আসে এ সময়ে। ১৯৮৭ সালের পর এটি একদিনের সবচেয়ে বড় পতন। তাছাড়াও ১৬ কার্যদিবসে সূচক হারিয়েছে ২৭ শতাংশ।

ইউরোজোনের পুঁজিবাজারও দরপতনের তালিকায় পিছিয়ে নেই। এফটিএসই হান্ড্রেড সূচক কমেছে প্রায় ১১ শতাংশ। দেশটির পুঁজিবাজার এক কার্যদিবসেই ১৬ হাজার ৪০ কোটি পাউন্ড হারিয়েছে। বিশ্লেষকরা বলেন, এটি ৩ দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। ফ্রান্স এবং জার্মানির পুঁজিবাজারেও ১২ শতাংশের বেশি সূচক কমেছে।

শুক্রবার এশিয়া ও মধ্যপ্রাচ্যের পুঁজিবাজারেও ধস নামে। শুরু থেকেই লেনদেনের নেতিবাচক অবস্থানে আছে হংকং, তাইওয়ান, জাপান, চীন ও অস্ট্রেলিয়ার বাজার।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন