বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জন্য আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আজ সকাল থেকে এ বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করা হয়।
অন্যদিকে করোনা ভাইরাসের জন্য ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে আগেই যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইতোমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জন্য শুধু মঙ্গলবার ভারতে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিষয়টি আগেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে আবার রফতানি কার্যক্রম শুরু হবে।
আনন্দবাজার/এস.কে