ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বন্ধ হচ্ছে দেশের সকল সিনেমা হল

চীনের করোনাভাইরাস বর্তমানে সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতোমধ্যেই করোনা মোকাবিলায় আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপরদিকে করোনার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। এই আতঙ্কে বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে একটি সংবাদ সম্মেলনে এ কথা জানান চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তিনি জানান, সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করছে সবাই। এবং আমি মনে করি এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। যেখানে জনগণের ভির হবে যেখানেই জমায়েত হবে সেটাই বন্ধ করা উচিৎ। এরই মধ্যে স্কুল কলেজ বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, খুব দ্রুত প্রদর্শক সমিতি এই বিষয়ে মিটিং করে সিন্ধান্ত নেবে। এবং সরকারও এরই মধ্যে করোনা থেকে বাঁচতে নানা সচেতনতামূলক প্রস্তুতি নিয়েছেন। এমনকি মসজিদ এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ের ব্যাপারেও সচেতন হওয়া উচিৎ আমাদের। যদিও মসজিদের একটি সুবিধা আছে সেখানে প্রবেশ করার আগে মানুষ অজু করে পাক পবিত্র হয়ে প্রবেশ করে।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন