মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা ভাইরাস নিয়ে কথা বলেন। করোনা ভাইরাস স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়লে স্কুল-কলেজ বন্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখানে স্থানীয় পর্যায়ে এখনও সংক্রমণই নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যদি স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পদক্ষেপ নেয়া হবে। এখনও পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও বলেন,  খুব ভালো ব্যবস্থা নেয়া হয়েছে সব জায়গায়। স্থলবন্দরগুলোও বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরগুলোতেও যথেষ্ঠ ব্যবস্থা নেয়া হয়েছে। যারা আসছেন তাদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি দেশের বাইরে থেকে সংক্রমণ আসা বন্ধ হয়ে যাবে।

সবাইকে আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত পর্যায়ে থেকে সতর্ক থাকতে বলেন শিক্ষামন্ত্রী।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পরিবহন থেকেও ছড়িয়ে পড়ছে করোনা

সংবাদটি শেয়ার করুন