শিশুদের (৯-১০ বছর বয়সী) মধ্যে ৮ শতাংশের আত্মহত্যা করার চিন্তা এবং ২ শতাংশের আত্মহত্যার প্রবণতা আছে বলে জানিয়েছে ল্যান্সেট সাইকিয়াট্রি জার্নাল। আমেরিকার আট হাজার শিশুর ওপর গবেষণা করে এই ফলাফল প্রকাশ করেছে ল্যান্সেট সাইকিয়াট্রি।
এই গবেষণায় শিশুদের আত্মহত্যার চিন্তা ও প্রবণতার পেছনে পারিবারিক দ্বন্দ্ব, শৈশবের দুর্বিষহ অভিজ্ঞতা, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্কের অভাবকে দায়ী করা হয়েছে। এছাড়া, আত্মহত্যা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় এবং অনিচ্ছাকৃত দুর্ঘটনার পর অল্প বয়সীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসেবে দায়ী করে গবেষণাটি।
স্যাঞ্চেজ বলেন, ‘শিশুদের জানানো উচিত, যে তাদের কথা শোনা হচ্ছে। তাদের কথা বলার জন্য নিরাপদ ক্ষেত্র তৈরি করুন এবং এটা নিশ্চিত করুন যে তারা কিছু বললে সেটা আপনি নিজের মতো করে ধরে নেন নি।
এদিকে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টার জানিয়েছে, গেল দশকের চেয়ে আমেরিকায় সব বয়সী মানুষের মধ্যে ৩০ শতাংশ আত্মহত্যা বেড়েছে।
আনন্দবাজার/এম.কে