মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বড় পতন পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২ মার্চ) আবারও মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১০১ পয়েন্ট বা ২ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ। সূচকটি ১০১ দশমিক ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ১২৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২২ শতাংশ বা ২১ পয়েন্ট কমেছে, আর ডিএসই শরীয়াহ সূচক কমেছে ২ দশমিক ২৬ শতাংশ বা ৩২ পয়েন্ট।
ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৪২ লাখ টাকার। যা গত কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ কোটি ৮ লাখ টাকা। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪২২ কোটি ৫১ লাখ টাকা।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫১ লাখ টাকার।
আনন্দবাজার/তা.তা
Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রামেবিতে বদলাবে উত্তরের স্বাস্থ্যসেবা

সংবাদটি শেয়ার করুন