ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে করোনাভাইরাসে খামেনির উপদেষ্টার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা । প্রয়াত মোহাম্মদ মীরমোহাম্মদী যৌক্তিকতা পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদটি সর্বোচ্চ নেতাকে সকল বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ ইরানি সরকারি কর্মকর্তা ছিলেন তিনিই,তার বয়স ছিলো ৭১ বছর। এছাড়াও গত বৃহস্পতিবার এই ভাইরাসে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা হাদি শোশরোশাহি মারা গেছেন বলে জানায় সংবাদসংস্থা সিএনএন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সরকারের টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার এবং উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহ থেকেই ইরানে করোনাভাইরাস ছড়াতে শুরু করেছে।এ পর্যন্ত  অন্তত ৬৬ জন মারা গিয়েছে এবং ১ হাজার ৫০১ জন আক্রান্ত হয়েছে। ইরানের আরেক উপ স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রাষ্ট্রীয় টিভিতে একথা বলেছেন।২৯১ জন সুস্থ হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি যারা ইরানে ভ্রমণ করেছেন তাদের মধ্যেও অনেকের করোনাভাইরাস ধরা পড়েছে।যারা আক্রান্ত হয়েছেন তারা আফগানিস্তান,কানাডা, লেবানন,পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিক।

মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে বেশী করোনাভাইরাস আক্রান্ত হয়  এবং চীনের বাইরে এই দেশটিতেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

আনন্দবাজার/টি এস

সংবাদটি শেয়ার করুন