সারা বিশ্ব ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে তুরস্কে। আজ বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এসব তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তিনি (আক্রান্ত ব্যক্তি) ইউরোপ সফর করেছিলেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেনতিন কোকা বলেন, ইউরোপ থেকে ফেরত সন্দেহভাজন ওই ব্যক্তির পরীক্ষা করা হয়। এরপর রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।
তিনি বলেন, ইউরোপ ফেরত ওই ব্যক্তির মাধ্যমে অন্য কারো শরীরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে কিনা তা জানার জন্য তার পরিবারের অন্য সদস্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় তিনি দেশটির নাগরিকদের বিদেশ সফর এরাতে আহ্বান জানিয়েছেন।
আনন্দবাজার/এম.কে