নভেল করোনাভাইরাস সংক্রমনের কারনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আগামী ১৭ মার্চ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করা হয়েছে। প্রথমে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা থাকলেও করোনা প্রভাবে আসছেন তিনি। দুদিন আগে ঠিক এমনটাই জানানো হয়েছিলো।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ জানিয়েছেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার কারণে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিদেশি অতিথিরা। তবে ওইদিন ভিডিও কনফারেন্সে মুজিববর্ষে মোদী যুক্ত থাকবেন বলে জানিয়েছেন ।
তিনি জানান, আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি এ উপলক্ষে একটি ভিডিওবার্তাও দেবেন।
ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স এবং মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে।
আনন্দবাজার/শাহী