যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির এমপি নাদিন ডরিস করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।তিনি ডরিস রোগীদের সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক দায়িত্বে আছেন। করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি সেলফ-আইসোলেশন এ আছেন বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএনকে জানান। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।
শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর থেকে তিনি সব রকম নিয়ম মেনে চলছেন এবং আইসোলেশনে রয়েছেন। রোববার আন্তর্জাতিক নারী দিবসে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবন ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে অবস্থান করছিল। সেখানে আরও কয়েক ডজন নির্বাচনী সদস্য এবং আইনপ্রণেতা এবং স্বাস্থ্য ও সামাজিক বিভাগের সহকর্মীরাও উপস্থিত করছিল।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক টুইটে বলেন, নাদিনের করোনা ধরা পড়েছে শুনে খুব দুঃখ পেয়েছি। নিজেই বাড়িতে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়ে ঠিক কাজ করেছে সে আর এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) ও পিএইচই (পাবলিক হেলথ ইংল্যান্ড) উভয়ের কর্মীরাই অত্যন্ত ব্রিলিয়ান্ট। সে সুস্থ হয়ে উঠুক আমরা সবাই এই শুভকামনা জানাই।
আনন্দবাজার/শহক