প্রথমবারের মতো দেশের হাওরাঞ্চলের কৃষকদের জন্য বীমা সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। ভর্তুকির মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করে প্রাথমিকভাবে এক বছর মেয়াদী পাইলট প্রকল্প চালাবে সরকারি ও বেসরকারি খাতের দুইটি বীমা প্রতিষ্ঠান। এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও তা সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন অর্থ সচিব।
গত অর্থবছরের বাজেট বক্তৃতায় কৃষকদের জন্য বীমা চালু করার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। সেই পরিকল্পনা অনুযায়ী এবার শুরু হতে যাচ্ছে শস্য বীমার পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে কিশোরগঞ্জের জেলা মিঠামইন উপজেলায় রাষ্ট্রায়ত্ব সাধারণ বীমা কর্পোরেশন ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কৃষকদের মাঝে বীমা কার্যক্রম শুরু করবে বেসরকারি কোম্পানি ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
সাধারণ বীমা কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক আমিনুল হক ভূঁইয়া জানান, ফসলহানী যেনো কৃষকের জন্য বোঝা হয়ে না যায় সে জন্য অন্যভাবে যেমন স্টকহোল্ডার হোক বা স্বাস্থ্য মন্ত্রণালয় হোক কৃষকের যেন চাপ হয়ে না দাঁড়ায়।
আনন্দবাজার/তা.তা