ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারকে দ্রুত সাপোর্ট দিতে চায় ব্যাংকগুলো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব ইউনুসূর রহমান জানান, পুঁজিবাজারকে দ্রুত সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলো। আজ মঙ্গলবার (১০ মার্চ) ডিএসইর নিকুঞ্জের কার্যালয়ে তফসিলি ব্যাংকগুলোর এমডিদের সাথে বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

ডিএসইর চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলোকে স্বল্প সুদে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ ফান্ড গঠনের সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংক বিনিয়োগ করেছে।

ইউনুসূর রহমান বলেন, এসব ব্যাংক অতি দ্রুতই বিনিয়োগ করবে। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। বাকিগুলো যাতে দ্রুত বিনিয়োগ করে সে জন্যই আজকের বৈঠক।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোও পুঁজিবাজারকে সাপোর্ট দিতে চাচ্ছে। তবে সার্কুলারের কিছু জটিলতা রয়েছে। তাতে সমস্যাগুলো চিহ্নিত করেছি। যদিও আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। তাদেরকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসতে বলা হয়েছে। আশা করি ব্যাংকগুলো অতি দ্রুত বিনিয়োগ করবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন