ভারতের দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাকা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশন।
আগামিকাল বুধবার (১১ মার্চ) সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি রফতানি শুরু হবে বলেও জানানো হয়েছে।
হিলি ইমিগ্রেশন থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, ভারতে দোল যাত্রা ও হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটধার্রী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড এর মিডিয়া উইং সোহরাব হোসেন মল্লিক জানান, ভারতীয় রফতানিকারকরা আজ সকাল থেকে রফতানি বন্ধ রেখেছেন। তবে পানামা পোর্ট অভ্যন্তরে লোড আনলোড স্বাভাবিক রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস