২০১৯ সালের অক্টোবর ও নভেম্বরে হঠাৎ উল্লম্ফন দেখা দেয় ভারতের চীনাবাদাম রফতানিতে। কিন্তু চলতি বছরের প্রথম থেকেই খাতটিতে অচল অবস্থা তৈরি হয়েছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে রূপান্তরিত হওয়ায় পণ্যটির ক্রয় কমিয়ে দিয়েছ চীন। এছাড়া বিশ্ববাজারেও চীনাবাদামের চাহিদায় ধস নেমেছে। এর প্রভাব পড়েছে ভারতে পণ্যটির বাজারে।
ভারতের এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ) জানায়, ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত সব মিলিয়ে ৪ লাখ ৫৪ হাজার ৩৭৩ টন চীনাবাদাম রফতানি করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৭ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে দেশটি থেকে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৯৫ টন।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ভারত চীনাবাদাম রফতানি থেকে আয় করেছে মোট ৪৮ কোটি ৯০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩৪ কোটি ৬০ লাখ ডলার।
এপ্রিল-ডিসেম্বর সময়ে চীনাবাদাম রফতানি থেকে ভারত যে পরিমাণ অর্থ আয় করেছে, তার অধিকাংশ এসেছে চীন থেকে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে চলতি বছরের শুরু থেকেই চীনের ব্যবসায়ীরা পণ্যটির আমদানি কমিয়ে দিয়েছেন। যার প্রভাব পড়েছে ভারতের চীনাবাদাম রফতানিতে।
আনন্দবাজার/ টি এস পি