সম্প্রতি দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, খেলাপি ঋণ যেন কমছেই না। ঋণের এই ভার আর সইতে না পেরেই ঋণের সুদের হার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তার এমন বক্তব্যে সংশ্লিষ্ট মহলের সবাই বেশ অবাক।
তিনি দাবী করেন উচ্চ হারে সুদের কারণেই খেলাপি ঋণ বেড়েছে। আজ রবিবার ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এই কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি আরও জানান, আমাদের দেশের অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্রে ভালো করলেও একটি ক্ষেত্রে ভালো করতে পারিনি। আর সেই ক্ষেত্রটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের খেলাপি ঋণ কমিয়ে আনা। তবে রপ্তানি খাতকে সুবিধা দিতে টাকার মান কমিয়ে আনা হলে দেশে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্প্রতি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই তিনি স্বীকার করেছেন, দেশের ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।
আনন্দবাজার/এইচ এস কে