মরণঘাতি করোনাভাইরাসের প্রভাবে ইতালির লম্বার্ডি অঞ্চল ও ১৪টি প্রদেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে। তিনি আরও জানান, চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে।
জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিমনেশিয়াম, পুল, জাদুঘর ও স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নতুন পদক্ষেপগুলো বাণিজ্যিক কেন্দ্র মিলান ও পর্যটন শহর ভেনিসেও আগামী ৩ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে।
উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশী খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বর্তমানে করোনায় ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০ জনেরও বেশি। গত শনিবার আক্রান্তের সংখ্যা ১২শ’ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে।
আনন্দবাজার/শাহী