ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

কোভিড-১৯ নিয়ে একদমই চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসের জন্য নির্বাচনী প্রচারণা থামানোর কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা চমৎকার প্রচারণা চালাবো এবং আমরা ভালো করছি। এদিকে ট্রাম্পের এমন কথার একদিন আগেই হোয়াইট হাউজের খুব কাছেই একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুজন মারা গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। করোনা ভাইরাস এর ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রায় চার’শ জন আক্রান্ত হয়েছেন।

পুরো বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। এছাড়া এই ভাইরাসে প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন