ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একজন বঙ্গবন্ধু ছিলেন বলে

একজন বঙ্গবন্ধু ছিলেন বলে

মুনির আহমদ

একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
আমরা বাঙ্গালী, গর্বিত এক স্বাধীন জাতি।
একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
আজো বাংলায় হাসি, বাংলায় কথা বলি, বাংলায়
করি উল্লাস, শানিত করি স্বজাত্যবোধের চেতনা-
আজো গাই জারী সারী ভাটিয়ালী মুর্শিদী
পুরানো সূর, তাল, লয়ে।

একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
সেদিনের সেই পাকিস্তানী জান্তার হুঙ্কার, চিৎকার
শোষণ ও বঞ্চনার শৃঙ্খল ভাঙ্গার দীপ্ত শপথে
বাংলার আকাশ, নদী, পাহাড়, পর্বত
মেঠো পথ, রাজপথ মিছিলে মিছিলে ছিল উত্তাল।

একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
বাঙ্গালী পেয়েছিল মুক্তির সনদ ৬ দফা
শিখেছিল প্রতিবাদের ভাষা।

একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
বাঙ্গালীর স্বায়ত্তশাসন, স্বাধিকার, অধিকার রক্ষায়
জীবনের মায়া ভুলে বারবার করেছিলেন কারাবরণ
হাসিমুখে মৃত্যুকে বহুবার করেছিলেন আলিঙ্গন।

একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
৭ মার্চের ভাষণ নানা বর্ণের, নানা ধর্মের
মানুষকে করেছিল একত্রিত, দিয়েছিল স্বাধীনতার মন্ত্র
যা আজ বাঙ্গালীর নয় ইউনেস্কোর ঘোষণায়
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য।

একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই
আমাদের সূর্য গাঢ় লাল
তাই তিনি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
স্বাধীনতার স্থপতি, বাঙ্গালীর মুক্তির দিশারী
ইতিহাসের ভাষায় কিংবদন্তী।

সংবাদটি শেয়ার করুন