ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আলু চাষীরা

বগুড়া জেলায় চলতি মৌসুমে আলুর ফলন ভালো হয়েছে। তবে প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষীরা।  যে দাম পাওয়া যাচ্ছে, তাতে কোনোমতে উৎপাদন খরচ উঠে আসছে। তবে প্রত্যাশিত দাম না পেলে জেলায় আলু আবাদ আরো কমে যেতে পারে বলে জানান চাষীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, গত মৌসুমে বগুড়ায় ৬৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। যা থেকে ১৩ লাখ টন আলু পাওয়া গেছে। তবে চলতি মৌসুমে  ৫৫ হাজার ৪৫৪ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। তবে এ বছর আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ৩৫ হাজার ৭৩৮ হাজার টন।

কৃষকরা জানান, গেল মৌসুমে ভালো দাম না পাওয়ায় কারণে এ বছর এ জেলায় আলু আবাদ কম হয়েছে। তবে চলতি মৌসুমে  আবহাওয়া অনুকূলে থাকায় এবং আলু ক্ষেতে তেমন রোগবালাই না থাকায় ফলন ভালো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম আযাদ বলেন, এ বছর ঝড়-বৃষ্টির কারণে আমন ধান কাটতে দেরি হয়ে। আর সে কারণে আলু আবাদও দেরিতে শুরু হয়ছে। তবে এবার কোনো রোগবালাই দেখা না দেয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভালো হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন