ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে তিন হাজার মানুষের প্রাণ নিলো করোনা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও আক্রান্ত অবস্থায় রয়েছে এক লাখ এরও বেশি মানুষ।

চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৮৩ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন। এর মধ্যে চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬৫১ জন। আর মারা গেছেন ৩ হাজার ৭০ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে থাকে। এরপরই  চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে।

তবে ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল সে ব্যপারে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, উহানের একটি সি ফুড মার্কেটে কোনো প্রাণী থেকে এ ভাইরাস প্রথম মানুষের দেহে আসে। এরপর মানুষ থেকে ছড়াতে থাকে মানুষের মধ্যে।

করোনাভাইরাসের লক্ষণ: মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়, এরপর শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত।

আন্দবাজার/এম.কে 

সংবাদটি শেয়ার করুন