সিরিয়ার সীমান্তবতী শহর ইদলিবে রাশিয়া সমর্থিত বাশার আল আসাদের বাহিনী ও তুরস্কের বাহিনীর মধ্যে যুদ্ধ বন্ধের ঘোষনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ ছয় ঘণ্টা ধরে বৈঠক করে এই দুই নেতা এই সিদ্ধান্ত নেন। খবর আল-জাজিরা
সাংবাদিকদের এরদোগান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তিনি বলেন, তবে সিরীয় সরকারি বাহিনী যদি হামলা চালায় তাহলে তুরস্ক নীরব বসে থাকবে না, তখন সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তুরস্কের সাথে সবসময় রাশিয়া একমত না হলেও আশা করা হচ্ছে যে এই চুক্তি ইদলিবের সংঘাতের অবসান ঘটাতে সহায়তা করবে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে।
সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী ঘাঁটি ইদলিবে গেল ডিসেম্বর থেকে রক্তপাত ও সহিংসতা বেড়েই চলছিলো। এ জন্য এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে রুশ-সমর্থিত সিরীয় সরকার অভিযান শুরু করলে উত্তেজনা বেড়ে যায়।
গেল ডিসেম্বর মাসের শেষ থেকে অন্তত ১০০ শিশুসহ ৩ শতাধিক বেসামরিক নাগরিক ইদলিবে নিহত হয়েছেন। এদিকে তুর্কিশ সীমান্ত বরাবর প্রায় ১০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।
আনন্দবাজার/এম.কে