সম্প্রতি লন্ডন সিটি কর্পোরেশন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে দেয়া সম্মান এবার কেড়ে নিয়েছে। জানা গেছে, রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
২০১৭ সালে সু চি’কে গণতন্ত্রের জন্য অহিংস লড়াই ও মানুষের উন্নয়নে জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছিল সিএলসি। গেল ডিসেম্বরে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে সু চি’র অবস্থানের পর সম্মানটির জন্য তিনি যোগ্য নন বলে জানান সিএলসি।
সু চি এর আগেও একই কারণে কানাডার পার্লামেন্টের দেয়া সম্মানসূচক নাগরিকত্ব, ব্রিটেনের অক্সফোর্ড শহরের দেয়া সম্মাননা, গ্লাসগো নগর কাউন্সিলের দেয়া ফ্রিডম অফ সিটি খেতাব লন্ডনভিত্তিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া সম্মাননা হারিয়েছেন।
আনন্দবাজার /এইচ এস কে

