বর্তমানে করোনাভাইরাসে আতঙ্কিত সারা বিশ্ব। বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পরেছে মারাত্তক এই ভাইরাস। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে ছড়িয়ে পরেছে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক। এই কারণে শহরটির সকল প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার।
শিশুদের মধ্যে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে এই লক্ষ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল প্রাইমারি স্কুল বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া তার এক টুইট বার্তায় এই তথ্য জানান।
সর্বশেষ জানা যায় ভারতে এ পর্যন্ত ৩০ জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালিয় পর্যটক। এছাড়া বিশ্বজুড়ে এই ভাইরাসে তিন হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ।
আনন্দবাজার/টি এস