ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভেঙে গেল শাবনূরের ৮ বছরের সংসার

সম্প্রতি  ভেঙে গেল ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের ৮ বছরের সংসার। জানা গেছে, গত ২৬ জানুয়ারি  তার স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে তালাক দিয়েছেন তিনি।

ইতোমধ্যেই তার সই করা নোটিশটিড অ্যাভোকেট কাওসার আহমেদের মাধ্যমে অনিককে পাঠিয়েছেন তিনি। নোটিশে তালাকের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার স্বামী অনিক মাদকাসক্ত। রাত বিরাতে মাতাল হয়ে বাসায় ফেরেন। প্রতিবাদ করলে শাবনূরকে নানারকম মানসিক ও শারীরিক নির্যাতন করেন। এবং অস্ট্রেলিয়ায় অন্য এক নারীর সাথে সম্পর্ক তৈরি করে আলাদা বসবাস করছেন অনিক।

এমনকি স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বও পালন করেননা তিনি। প্রতিবাদ করলে তার প্রতি নির্যাতন আরও বাড়িয়ে দিতেন বলেও উল্লেখ করেন শাবনূর। তিনি এসব নির্যাতন সহ্য করেও অনেকবার চেষ্টা করেছেন স্বামীকে ফেরানোর। কিন্তু অনিক দিন দিন আরও বেশি অত্যাচারএর মাত্রা বাড়িয়ে চলেছেন। তাই আর সইতে না পেরে বাধ্য হয়েই তালাকের সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন : করোনায় রফতানি সংকটে শ্রীলংকার পোশাক খাত

এর সত্যতা নিশ্চিত করেছেন অ্যাভোকেট কাওসার আহমেদ। তবে এই তালাক এবং অভিযোগের ব্যাপারে অনিক কিংবা দুজনের পরিবার থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আনন্দবাজার/ এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন