ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বড় চ্যালেঞ্জে ব্যাংক খাত

ব্যাংক খাতে বেড়েই চলেছে খেলাপি ঋণের পরিমাণ। সংবাদপত্র খুললেই দেখা যায়, হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালানোর খবর। বিদেশে অর্থ নিয়ে যাওয়ার পর তা প্রকাশিত হয়। বিষয়টি অনেক ভাবাচ্ছে। এখন আবার ব্যাংকে আমানত ও ঋণের ক্ষেত্রে নয়-ছয় করা হয়েছে। সব মিলিয়ে ব্যাংক খাত এখন বড় একটি চ্যালেঞ্জ।

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী জানান, গত কয়েক বছরে জিডিপির গ্রোথ অনেক উন্নতি করেছে। কিন্তু চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স ছাড়া প্রধান সূচকগুলো নেতিবাচক অবস্থায় রয়েছে। যদি এ নেতিবাচক অবস্থা অব্যাহত থাকে তাহলে ব্যবসা ও কর্মসংস্থানসহ অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। আবার এখন বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। আর আমাদের দেশে বেশিরভাগ কাঁচামাল চীন থেকে আমদানি করে থাকে। এর ফলেও বড় একটি প্রভাব পড়বে অর্থনীতিতে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে ব্যাংক খাত। বর্তমানে ব্যাংক ও আর্থিক খাতে যে দুরবস্থা, অতিদ্রুত এটি নিয়ন্ত্রণে আনতে হবে। একদিকে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায় হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে। দেশ থেকে এভাবে অর্থ বিদেশে পাচার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার কী দেখে না। সব মিলিয়ে ব্যাংক খাত এখন বড় একটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

গতকাল এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন