ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু চলচ্চিত্রের ৫০ কলাকুশলীর নাম প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য ৫০ কলাকুশলীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএফডিসি)।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনজন। এরমধ্যে শিশু শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন ওয়ানিয়া জারিন আনভিতা, কিশোরী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং বড় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করা হয়েছে।

৫০ শিল্পীর তালিকা:

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন