ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গোমূত্রে সাড়বে করোনা : বিজেপি নেত্রী

বর্তমানে চীনের করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। এই ভাইরাস চীনের উহান থেকে ইতোমধ্যে প্রায় বিশ্বের ৭৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ১১৫ জন এবং সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৮৯৯ জন।

এমন পরিস্থিতে উদ্ভট এক মন্তব্য করে বসেছেন আসামের এক বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। সম্প্রতি বিধান সভায় তিনি বলেন, করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে গোমূত্র। এতেই শেষ নয়, তিনি আরও বলেন গোমূত্র ও গোবর ক্যান্সার রোগ নিরাময়েও সহায়ক ভূমিকা পালন করে।

আরও পড়ুন : চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা

আসাম বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন গবাদিপশু নিয়ে আলোচনা করার সময়ে তিনি এই কথা বলেন। তার এমন বক্তব্যে অধিবেশনে উপস্থিত সবাই এক প্রকার হতবাক হয়েছেন।

আনন্দবাজার/এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন