ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকেই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা ‘বঙ্গবন্ধু’ তে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল। শেষ হয়েছে এর চিত্রনাট্যের কাজও।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন বলে গেল কয়েক মাস জুড়ে গুঞ্জন চলছিল। অবশেষে সবার জল্পনা কল্পনা এবং গুঞ্জনকে সত্যি করে দিয়ে শুভর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের ঘোষণা এল।

১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক সাক্ষরিত এক গেজেটে ‘বঙ্গবন্ধু’র বায়োপিক সিনেমার অভিনেতা অভিনেত্রীদের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভর নাম উঠে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে বয়স ভিত্তিক রূপে কয়েকজনকে অভিনয় করতে দেখা যাবে নুসরাত ফারিয়া (ছোট শেখ হাসিনা), জান্নাতুল সুমাইয়া (বড় শেখ হাসিনা), ওয়ানিয়া জারিন আনভিতা (শেখ হাসিনা ৮-১২ বছর) ও সামান্তা রহমান (শেখ হাসিনা ছোট)।

এছাড়া এই তালিকায় আরো যাদের নাম এসেছে- সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন দেওয়ান মো. সাইফুল ইসলাম সামদ, এ. কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাষানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, শেখ কামালের চরিত্রে বয়স ভিত্তিক ভাবে অভিনয় করবেন কামরুল হাসান/ইশরাক তূর্য্য/ তৌহিদ, শেখ জামালের চরিত্রে শরীফ সিরাজ, মানিক মিঞার চরিত্রে তুষার খান, খন্দকার মোস্তাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু, শেখ মনির চরিত্রে মোস্তাফিজুর ইমরান নুর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন