ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল পেরোনোর আগেই কোটিপতি যে শিশু

কম বেশি আমরা সবাই চাই ধনী হতে। কিন্তু সম্পদশালী হওয়া কি এতই সহজ? না সহজ না। অনেক পরিশ্রম, চেষ্টা আর ভাগ্যের বদৌলতে একসময় অনেক টাকা উপার্জন করা সম্ভব।আবার, এমন অনেক কোটিপতি স্বর্ণ শিশু আছে যাদের সমবয়সীরা অর্থের মূল্যটাও ঠিকমতো বুঝে উঠতে পারেনা।আজ আপনাদের এমন একটি শিশুর কথা বলবো যে কৈশোর পেরোনোর আগেই মালিক হয়েছেন অঢেল টাকা-পয়সার!

যেমন ইভানটিউব’র ইভান, একজন আট বছর বয়সী শিশু। সারাদিন সে কি করে? অফুরন্ত দুষ্টামি আর নিজস্ব খেলনার ভাণ্ডার নিয়ে খেলাধুলা। বাকি সব বাচ্চারা যখন নিজের খেলনা নিয়ে ব্যস্ত, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ার ইভান ব্যস্ত বাৎসরিক ১৩ লাখ মার্কিন ডলার উপার্জনে!

হ্যাঁ, বলছিলাম ইউটিউব চ্যানেল ‘ইভানটিউব এইচডি’র ইভানের কথা। যার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ৬০ লাখেরও বেশি। সবচেয়ে মজার ব্যপার কি জানেন? ইভানের চ্যানেলে সে শিশুদের বিভিন্ন খেলনা, পুতুল আর ভিডিও গেমসের উপর রিভিউ দেয়। এই খেলনার উপর রিভিউ দিয়েই ইভান প্রতিবছর উপার্জন করছে প্রায় আট কোটি টাকা!

কথায় আছে, শিক্ষার কোন বয়স নেই। তেমনি, ব্যবসার কোন নির্দিষ্ট বয়স নেই। ইচ্ছা থাকলে, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব। শুধুমাত্র স্বপ্নটার পেছনে লেগে থাকতে হয়। তবে আর দেরি কেন, প্রথাগত চাকরির পিছে না ছুটে, একটু বিকল্প চিন্তা করে, সফল হই নিজের ভাল লাগার জায়গাগুলো থেকেই।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন